করোনা ভাইরাসে দেশে একদিনে ১০ জনের মৃত্যু |
গত ২৪ ঘন্টায় বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ১০ জনের
মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আইইডিসিআরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা
সুলতানা। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬০ জনে। এছাড়াও গত চব্বিশ ঘন্টায়
নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৪১ জন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সরকার
ঘোষিত লকডাউন চলছে। এরপরও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছেই।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পর্যন্ত বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা
সাড়ে ২০ লাখ ছাড়িয়েছে। এরইমধ্যে ২১০টি দেশ ও অঞ্চলে করোনা সংক্রমিত হয়েছে।
ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ৩৪ হাজার ৬১৫ জন।
0 Comments:
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।