আইইডিসিআরের ৬ কর্মকর্তা করোনায় আক্রান্ত, সেব্রিনা ফ্লোরাসহ সব কর্মকর্তা কোয়ারেন্টাইনে


আইইডিসিআরের ৬ কর্মকর্তা করোনায় আক্রান্ত

এবার করোনায় আক্রান্ত হয়েছেন সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের ৮ কর্মকর্তা। জানা যায়, উক্ত প্রতিষ্ঠানের ৬ কর্মকর্তা করোনায় আক্রান্ত হলে তাদের সংস্পর্শে আসা আরও দুই জন পরবর্তীতে করোনা পজিটিভ শনাক্ত হন।



বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
এ ঘটনায় পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ সব কর্মকর্তা কোয়ারেন্টাইনে আছেন। সেইসাথে আক্রান্তরা মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তা জানান, এর আগে আইইডিসিআরের টেকনোলজিস্ট, পচ্ছিন্নতাকর্মীসহ ছয়জন করোনাতে আক্রান্ত হন। তাদের থেকে আক্রান্ত হন তাদের সংস্পর্শে আরও দুই জন।

SHARE THIS

Author:

0 Comments:

আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।