ছাগলের মুখেও মাস্ক!

করোনার আতঙ্ক এখন বিশ্বজুড়ে। এই মারণ দানব থেকে রক্ষা পেতে মানুষ নানাভাবে সতর্ক হচ্ছেন। তবে এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে মাস্ক এর ব্যবহার।

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে ছাগলকে মাস্ক পরিয়ে খবর হয়েছেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের এক ব্যক্তি। ভারতের সোশ্যাল মিডিয়ায়ও ছড়িয়ে পড়েছে সেই ছবি।


তেলেঙ্গানার খাম্মাম জেলার কাল্লুর এলাকার এই বাসিন্দার নাম ভেঙ্কটেশ্বর রাও। বাঘ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, এই খবর পাওয়ার পরই এই কাজ তিনি করেছেন বলে জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘আমার ২০টি ছাগল আছে। আমাদের কোনও চাষের জমি নেই। আমার পরিবার পুরোপুরি ওদের উপরই নির্ভরশীল। তাই বাঘের করোনাভাইরাস হয়েছে শোনার পর আমি ওদেরকেও মাস্ক পরিয়ে দিয়েছি।’
ছাগলদের চরাতে নিয়ে যাওয়ার সময় তাই তিনি মাস্ক পরাচ্ছেন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা, সোর্স- রাইজিংবিডি

SHARE THIS

Author:

0 Comments:

আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।